search

Custom Search

Wednesday, May 8, 2013

Thus Spake Bhagavan


If you really want to be great no one can stop you. 
Your quality will reach you there. For that you 
don’t have to show off yourself. If you have the 
quality it will flourish surely. 
                                           ~~Bhagavan. (8/5/2013)

“তুমি যদি বড় হতে চাও তো তোমায় কেউ
আটকাতে পারবে না। তোমার যোগ্যতাই তোমায়

 সেই জায়গায় পৌঁছে দেবে। তার জন্য তোমাকে

 বাইরে দিয়ে নিজেকে সাজিয়ে রাখার প্রয়োজন

 নেই। তোমার মধ্যে যদি কোন শক্তি থাকে তবে 

তা প্রকাশ পাবেই।”~~~ ভগবান। (৮/৫/২০১৩)।

Sunday, May 5, 2013

Thus Speaks Bhagavan

It is easier to realize GOD by serving others. While you serve mix love and then you serve. Service not should be like a machine.  It should come from the heart. Then only it is a service. This will be then the work of GOD. This will help you to realize the Supreme.                           ~~~Bhagavan (5/5/2013)


“ঈশ্বর কে সেবার মাধ্যমে তাড়াতাড়ি পাওয়া যাবে। 

সেবাতে ভালবাসা মিশিয়ে মানুষের মাঝে পরিবেশন

 কর।”                   ~~~ ভগবান। (৫/৫/২০১৩)

Saturday, May 4, 2013

Thus Speaks Bhagavan

“God is attraction. He is attracting everybody and everything. Every moment we also feel to be attracted towards worldly matter. As our mind filled with   worldly matter we fail to feel the attraction of God, we feel more attached with the world. When we will shift the focus of our mind from worldly matters then only we will realize GOD.”~~Bhagavan.


“ঈশ্বরের অপর নাম আকর্ষন। ঈশ্বর সবাইকে এবং সকল বস্তুকেই আকর্ষন করছেন। আমরাও প্রতি মুহুর্তে জগতের প্রতি আকর্ষিত হচ্ছি। আমদের মন সব সময়ে বিষয় খোঁজে। তাই আমাদের মনে হয় যেন জগতই আমাদের আকর্ষন করছে। আমরা ঈশ্বরের আকর্ষন অনুভব করতে পারি না। যখনই মন বিষয় শূন্য হবে আমরা ঈশ্বর অনুভব করতে পারব।“~~ভগবান। ৩/৫/২০১৩.